Ridge Bangla

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে মিশন শুরু বাংলার মেয়েদের

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের সূচনাতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে ৯–১ গোলে বিধ্বস্ত করেছে পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ধরে রেখে গোলের বন্যা বইয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানীর গোলে লিড নেয় দলটি। এরপর একে একে গোল করেন মোসাম্মৎ সাগরিকা (হ্যাটট্রিক), মুনকি আক্তার (২টি), সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৬টি গোল করে বাংলাদেশ।

এ জয়ে চার দলের টুর্নামেন্টে বড় ব্যবধানে শুরু করল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া এশিয়ান কাপ বাছাই পর্বে খেলা জাতীয় দলের আট খেলোয়াড় মাঠে নামান কোচ বাটলার, যার সরাসরি প্রভাব দেখা যায় খেলায়।

আগামী ১৩ জুলাই বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেপালের। এরপর ১৫ ও ১৭ জুলাই খেলবে ভুটানের বিপক্ষে। ১৯ জুলাই আবার শ্রীলঙ্কার সঙ্গে এবং ২১ জুলাই নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে স্বপ্না-সাগরিকারা।

আরো পড়ুন