Ridge Bangla

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বাংলাদেশ-ভারত মহারণ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে, অন্যদিকে স্বাগতিক ভারতের লক্ষ্য ঘরের মাঠে ট্রফি জয়। ম্যাচটি অনুষ্ঠিত হবে অরুনাচল প্রদেশের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে সাতটায়।

সোনালি ট্রফির হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে আছে দুই দলই। কোচ গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে বাংলাদেশ দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। এই আত্মবিশ্বাসের পাশাপাশি প্রতিপক্ষ ভারতকে সমীহ করে খেলতে চায় লাল-সবুজরা।

ছোটনের ভাষ্য, “ফাইনালে দক্ষিণ এশিয়ায় ভারত সবসময় ফেভারিট। তবে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। অরুণাচলের দর্শকরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দেখতে পাবে বলে আশা করছি।”

এই ক্যাটেগরিতে ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম ফাইনাল। যদিও বয়সভিত্তিক তিনটি পর্যায়—অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০—সবগুলোতেই সাফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, গত বছর অনূর্ধ্ব-২০ পর্যায়ের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

ভারতও এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। ঘরের মাঠ, সমর্থকদের চিৎকার ও চাপে খেললেও বাংলাদেশ দলের ধারাবাহিক পারফরম্যান্স ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্য যে, ২০২৩ সালে এই ক্যাটেগরির সাফ শিরোপা জিতেছিল ভারত।

শিরোপার জন্য দুই প্রতিদ্বন্দ্বীর এই মহারণে বাড়তি উত্তাপ, বাড়তি প্রত্যাশা—আজ সন্ধ্যায় সেসবের নিরসন ঘটবে মাঠের ফলাফলে।

আরো পড়ুন