২০১৭ সালে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’-এ চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় আত্মপ্রকাশ করেন তাহমিনা অথৈ। একই প্রতিযোগিতায় এশিয়া পর্যায়ে ‘মিস ম্যাসেনেট নিউজ অ্যাওয়ার্ড’ অর্জন এবং বিশ্ব পর্যায়ে ১৪তম স্থান লাভ করে আলোচনায় আসেন তিনি।
তার অভিনয়জীবনের সূচনা ঘটে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘কালবেলা’ সিনেমার মাধ্যমে। সানজিদা চরিত্রে অভিনয়ে তিনি দর্শকের মন জয় করেন। যদিও এরপর কিছু কাজ করেন, ‘কালবেলা’র সানজিদা চরিত্রই দীর্ঘদিন তার মূল পরিচিতি হয়ে থাকে।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘ফেউ’তে সিস্টার সুনিতা রোজারিও চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন অথৈ। দর্শকদের মতে, ‘ফেউ’তে তার অভিনয় ছিল আরও পরিণত, আরও গভীর। অনেকে বলছেন, যাঁরা ‘কালবেলা’ দেখেছেন, তারাই এখন আগ্রহ নিয়ে ‘ফেউ’ দেখছেন।
তাহমিনা অথৈ বলেন, “সাইদুল আনাম টুটুল ভাইয়ের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। তার হাত ধরেই আমি সিনেমায় এসেছি। এখনও অনেকে সানজিদা চরিত্রের কথা বলেন, আর ‘ফেউ’র জন্যও প্রচুর প্রশংসা পাচ্ছি। এই ভালোবাসাই আমার প্রাপ্তি।”
তিনি আরও জানান, ‘ফেউ’-এর নতুন সিজন শিগগিরই আসছে। পাশাপাশি তার নতুন ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক চাপ্টার’-এর কাজও শুরু হয়েছে।
আজ তাহমিনা অথৈ’র জন্মদিন। রাজধানীর বনশ্রীর নিজ বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা এই অভিনেত্রী বলেন, “আমি অনেক কাজ করতে চাই না, চাই এমন কাজ করতে যা মানুষের মনে থাকে।” জন্মদিনে সবার কাছে নিজের ও পরিবারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।