Ridge Bangla

সাদা শাড়িতে নতুন রূপে অপু বিশ্বাস, ভক্তদের মাতালেন ছবিতে

দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সাম্প্রতিক সময়ে তিনি চলচ্চিত্রের পর্দায় নিয়মিত না থাকলেও ভক্তদের কাছে তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। তাই মাঝে মধ্যেই ভিন্ন ভিন্ন ফটোশুট ও মেকওভারের মাধ্যমে নিজেকে নতুন করে উপস্থাপন করেন এই চিত্রনায়িকা।

গত শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে তাকে দেখা যায় সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সজ্জিত হয়ে ক্যামেরায় পোজ দিতে। কখনও হাস্যোজ্জ্বল, কখনও আবার স্নিগ্ধ ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোয় অপুকে দেখে অনেকে বলছেন— সময়ের সঙ্গে সঙ্গে তিনি যেন আরও পরিণত, আরও আকর্ষণীয় হয়ে উঠছেন।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে নায়িকা লিখেছেন, “যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।” এই একটি বাক্যই যেন ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে হাজারো লাইক-কমেন্ট এসেছে। মন্তব্যঘরে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রিয় নায়িকাকে। কেউ লিখেছেন, “অপুর মতো অনন্য কেউ নেই,” আবার কেউ বলেছেন, “চিরতরুণী অপু।”

২০০৬ সালে কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তবে এর আগেই আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে দীর্ঘদিন জুটি বেঁধে কাজ করে জনপ্রিয়তা পান। ঢালিউডে নায়ক-নায়িকার সফল জুটির অন্যতম ছিলেন তারা।

বর্তমানে চলচ্চিত্রে কম কাজ করলেও অপু বিশ্বাস তার ভক্তদের সঙ্গে সবসময় যুক্ত থাকতে চান। তাই নতুন লুকে হাজির হলেই আলোচনায় চলে আসেন তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন