সাত কলেজকে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ হিসেবে ঘোষণা করতে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দাবির কথা জানান। তারা জানান, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে অধ্যাদেশের দ্রুত জারির দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালের পর যারা কখনো শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি, এখন যখন সাত কলেজের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন। আন্দোলনে নামলে পরীক্ষার ফলাফল খারাপ করার হুমকির বিষয়ও তারা তুলে ধরেন।
সাত কলেজের শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান সম্ভব নয়। তারা দাবি করেন, শুধুমাত্র অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা দূর করা যাবে।
শিক্ষার্থীদের এই দাবিতে তারা স্থানীয় প্রশাসন, শিক্ষকমণ্ডলী ও সরকারের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন। তারা মনে করেন, শিক্ষার মান ও কলেজের মর্যাদা রক্ষা করতে হবে। পাশাপাশি আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্বার্থ ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রস্তুত রয়েছেন।