Ridge Bangla

সাতবার সেরা অভিনেত্রী খেতাব জিতে দর্শকের হৃদয় জয় করেছেন ইয়ুমনা জাইদি

পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী ইয়ুমনা জাইদি। গত সাত বছর ধরে ধারাবাহিকভাবে সেরা অভিনেত্রী খেতাব অর্জন করে তিনি শুধুমাত্র পাকিস্তানের টেলিভিশন শিল্পেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও নিজের অবস্থান দৃঢ় করেছেন।

২০১৯ সাল থেকে নিয়মিত লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস ও হুম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হওয়া এই তারকা আজ টেলিভিশনের জনপ্রিয়তম মুখ। ২০১২ সালে অভিনয়ে আত্মপ্রকাশের পর থেকে ধারাবাহিক এবং নাটকে অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে নিজের স্থান করে নিয়েছেন ইয়ুমনা।

২০১৮ সালে “দার সি জাতি হ্যায় সিলা” নাটকে তার অভিনয় দর্শক ও সমালোচকদের মন জয় করে এবং সেই বছরের লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (বিচারকদের ভোটে)’ পুরস্কার জিতে নেয়, যা তার সফলতার সূচনা হিসেবে বিবেচিত হয়।

এরপর থেকে তার সাফল্যের ধারা আর থেমে থাকেনি। ২০২০ সালে “ইনকার” নাটকে অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী (দর্শকের ভোটে)’ পুরস্কার অর্জন করেন তিনি।

২০২১ সালে “পেয়ার কে সাদকে” নাটকে তার অসাধারণ পারফরম্যান্স তাকে এনে দেয় লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী’ ক্যাটাগরির দুটি পুরস্কার—সমালোচকদের বিচারে ও দর্শকের ভোটে।

সর্বশেষ ২০২৩ সালে “বখতাওয়ার” নাটকের জন্য একই বছরের লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে)’ ও ‘সেরা অভিনেত্রী (দর্শকের ভোটে)’ পুরস্কার জয় করেন।

এছাড়াও ২০২৪ সালে তিনি হুম অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (জনপ্রিয়)’ বিভাগে সম্মানিত হন, যা তার ক্যারিয়ারে আরেকটি নতুন অধ্যায় যোগ করেছে।

ইয়ুমনা জাইদির এই ধারাবাহিক সাফল্য ও প্রতিভা তাকে পাকিস্তানের সেরা অভিনয়শিল্পীদের মধ্যে অবিচ্ছেদ্য এক নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতেও তার অভিনয়ে দর্শকরা নতুন মাত্রার প্রত্যাশা রাখছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন