Ridge Bangla

সাতক্ষীরায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা করছিল। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর থানার মীরগ্যাং ও আশপাশ এলাকায় বিশেষ অভিযান চালায়।

এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় রাখা বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বলেন, জব্দকৃত ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে। তিনি আরও জানান, দেশের নিরাপত্তা এবং চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ধরনের অভিযান সরকারের শুল্ক আইন প্রয়োগ ও আন্তর্জাতিক চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জানা গেছে, অভিযানকালে স্থানীয় ওষুধ পাচারের চক্রের তথ্য সংগ্রহ করা হয় এবং প্রয়োজনে অন্যান্য সংশ্লিষ্ট এলাকায়ও অভিযান চালানো হবে। কোস্টগার্ডের তৎপরতার ফলে অবৈধ ওষুধের প্রবেশ রোধে নতুন উদাহরণ সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন