Ridge Bangla

সাতক্ষীরায় সীমান্ত থেকে ২৬ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ৫২টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ ঔষধ, শাড়ি ও মদ রয়েছে। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, হিজলদী, কাকডাঙ্গা, সুলতানপুর, ঝাউডাঙ্গা, চান্দুড়িয়া ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালপত্র জব্দ করা হয়।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে সদর উপজেলার ফকিরের মোড় থেকে ৫২টি মোবাইল ফোন, দাঁতভাঙ্গা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, কালিয়ানী সীমান্ত থেকে ৭০ হাজার টাকার ঔষধ এবং তলুইগাছার চারাবাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

এছাড়া, কলারোয়ার গোবরপোতা এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ ও ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, কাকডাঙ্গা সীমান্তের কেড়াগাছি ও গেড়াখালী থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকার শাড়ি ও ঔষধ, সুলতানপুর সীমান্ত থেকে ৭০ হাজার টাকার, ঝাউডাঙ্গার হঠাৎগঞ্জ এলাকা থেকে ৭০ হাজার টাকার, চান্দুড়িয়ার কাদপুর এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার এবং মাদরার চান্দা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়িয়েছে ২৫ লাখ ৫১ হাজার টাকা। এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারতে থেকে আনা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে। উদ্ধারকৃত পণ্যসমূহ সাতক্ষীরা কাস্টমস ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন