Ridge Bangla

সাতক্ষীরায় কলেজছাত্রীকে ধর্ষণ, গর্ভপাতের অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং পরে গর্ভপাত করানোর অভিযোগে জুলফিকার মোড়ল ওরফে জিসান (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দেবহাটার সুশীলগাতী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। জিসান ওই গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, আট মাস আগে জিসানের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও আদানপ্রদান করেন। পরবর্তীতে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা গোপনে ভিডিও করে রাখে জিসান।

ভুক্তভোগীর অভিযোগ, জিসান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও গত ২৫ মার্চ নির্ধারিত তারিখে বিয়ে না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। এর মধ্যে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জিসানকে জানায়। পরে ৭ এপ্রিল জিসান ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত করায়।

বিষয়টি মেয়েটি পরে পরিবারের কাছে প্রকাশ করলে, পরিবারের পরামর্শে গত ৩ জুলাই দেবহাটা থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-৪)। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত জিসানকে গ্রেপ্তার করে। ভিকটিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ওসি গোলাম কিবরিয়া জানান, “অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন