দক্ষিণী সুপারস্টার প্রভাস আসছেন বহুল প্রতীক্ষিত হরর-কমেডি ছবি ‘রাজা সাব’ নিয়ে। ছবিটির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১০ জানুয়ারি, সাঙ্ক্রান্তি উৎসব উপলক্ষে। ছবিটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা দেখা দিয়েছে।
প্রথমে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৫ সালের ৫ ডিসেম্বর। তবে সেদিন রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ এবং শহিদ কাপুরের ‘রোমিও’ মুক্তির সম্ভাবনা থাকায় বক্স অফিসে তীব্র প্রতিযোগিতা এড়াতে ‘রাজা সাব’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়।
মারুতির পরিচালনায় নির্মিত এই ছবিতে প্রভাসের সঙ্গে আছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত। থ্রিল, কমেডি এবং তারকাবহুল চরিত্রে ভরপুর এই ছবিটি সাঙ্ক্রান্তি মৌসুমে বক্স অফিসে বড়সড় সাড়া ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রভাসের ভক্তদের প্রত্যাশাও এবার আকাশছোঁয়া। ‘বাহুবলী’ খ্যাত এই তারকার সাম্প্রতিক সিনেমাগুলোর বক্স অফিস ফলাফল মিশ্র হলেও ‘রাজা সাব’ নিয়ে আশাবাদী সবাই। সিনেমা বিশ্লেষকদের মতে, প্রভাসের নতুন ধরনের চরিত্র এবং ছবির হরর-কমেডি ধাঁচ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।
আগামী সাঙ্ক্রান্তি মৌসুমেই মুক্তি পেতে চলেছে আরও কয়েকটি বড় বাজেটের ছবি—চিরঞ্জীবী ও অনিল রাভিপুড়ির নতুন প্রজেক্ট, বিজয়ের ‘জনানায়কান’, নবীন পলিশেট্টির ‘আনাগানাগা ওকা রাজু’ এবং রবি তেজা ও কিশোর তিরুমালার বহুল আলোচিত ছবি।
এই সব বড় ছবির ভিড়েও ‘রাজা সাব’ প্রভাসের ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, সাঙ্ক্রান্তি উৎসবে মুক্তিপ্রাপ্ত এই হরর-কমেডি ছবি বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে।