সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ১১৯তম বারের মতো পেছানো এ তারিখে নতুন করে আগামী ১১ আগস্ট প্রতিবেদন জমার দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) ছিল মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের আদালত এ নতুন দিন নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন সকালে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামির তালিকায় রয়েছেন রুনির বন্ধু তানভীর রহমানসহ ৮ জন— বাড়ির নিরাপত্তারক্ষী হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল এবং আবু সাঈদ। যদিও একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও কেউই এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
২০২৩ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট মামলাটি র্যাবের কাছ থেকে সরিয়ে একটি টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন এবং ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন। তবে সেই সময়সীমাও পেরিয়ে যাওয়ায় রাষ্ট্রপক্ষ সময় বৃদ্ধির আবেদন জানায়। আদালত এ আবেদনে সাড়া দিয়ে আরও ৬ মাস সময় দিয়েছেন এবং পরবর্তী আদেশের জন্য আগামী ২২ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।