বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে ২৫ নটিক্যাল মাইল পশ্চিমে অভিযান চালিয়ে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ এই উদ্ধার অভিযান পরিচালনা করে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নৌবাহিনীর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হাবিবা’ নামের ট্রলারটি ভোলার মনপুরা থেকে মাছ ধরতে গিয়েছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর চারদিন ধরে তা গভীর সমুদ্রে ভেসে ছিল। খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় জেলেরা চরম সংকটে পড়েন।
নিয়মিত টহলের অংশ হিসেবে ‘শহীদ ফরিদ’ জাহাজ মহেশখালীর অদূরে ভাসমান ট্রলারটি দেখতে পায়। ট্রলারে থাকা জেলেরা বিপদের সংকেত দিলে দ্রুত যুদ্ধজাহাজটি ঘটনাস্থলে পৌঁছে যায়। জেলেদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে জেলেদের ট্রলারসহ নিরাপদে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে পৌঁছে দেয় নৌবাহিনী। চট্টগ্রাম নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, “সব জেলেই সুস্থ রয়েছেন এবং তারা তাদের জীবন রক্ষায় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”
বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমায় মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে বলেও জানান তিনি।