বক্স অফিসে সাফল্যের পর নতুন আলোচনায় এসেছে ‘সাইয়ারা’ ছবির নবাগত জুটি আহান পাণ্ডে ও অনীতা পাড্ডা। পর্দায় তাদের রোমান্টিক রসায়ন দর্শকদের মন জয় করেছে, আর এখন বলিউডে গুঞ্জন—সেই রসায়ন নাকি ধীরে ধীরে বাস্তবেও গাঢ় হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের এক অভিজাত শপিং মলের বুটিকে একসঙ্গে সময় কাটাচ্ছেন আহান, অনীতা এবং আহানের মা। বুটিক থেকে বের হওয়ার সময় ধরা পড়ে এক মিষ্টি মুহূর্ত—আহান অনীতার হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নেন এবং অভিনেতার মায়ের সঙ্গে হাঁটতে শুরু করেন। নেটিজেনদের কাছে এই ‘লাজুক মুহূর্ত’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
বলিউডে সিনেমা হিট হলে তারকাদের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। ঐশ্বরিয়া-অভিষেক, রণবীর-দীপিকা কিংবা সিদ্ধার্থ-কিয়ারার মতো জুটির পথেই যেন হাঁটছেন আহান ও অনীতা। ‘সাইয়ারা’ মুক্তির পর গান, গল্প ও জুটির কেমিস্ট্রি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রথম ছবিতেই আহান অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন, অনীতাও সমান প্রশংসা পেয়েছেন। এমনকি আমির খানও প্রকাশ্যে এই জুটির প্রশংসা করেছেন।
বক্স অফিসেও দুর্দান্ত সাফল্য পেয়েছে ‘সাইয়ারা’। ইতোমধ্যে ৫০০ কোটির বেশি আয় করে ছবিটি চলতি বছরের সর্বোচ্চ আয়ের ছবি ‘ছাবা’র ৬০১ কোটি রুপির রেকর্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। সব মিলিয়ে, পর্দার সাফল্যের পর বাস্তবেও কি জন্ম নিতে যাচ্ছে নতুন এক তারকা জুটি—তা সময়ই বলে দেবে। তবে অনুরাগীরা ইতিমধ্যেই এই ‘লাজুক প্রেম’-এর গল্পে মেতে উঠেছেন।