মেহেরপুরের গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আব্দুর রউফ নামে এক ব্যক্তি এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়ে গাংনীতে অবস্থানরত সেনাবাহিনীর ক্যাম্পে সোপর্দ করে।
স্থানীয়দের অভিযোগ, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গ্রামবাসী ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। আগেও তার বিরুদ্ধে অনুরূপ অভিযোগ উঠেছে। এমনকি একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা হয়েছিল।
সাম্প্রতিক ঘটনায় জানা যায়, রউফ একই গ্রামের বাসিন্দা মৃত ডা. আব্দুল মান্নানের ছেলে ডা. মাবুদের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করেন। এর আগে হুমকি দিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে পুনরায় টাকা নিতে গেলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন।
পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে সেনাবাহিনীর কাছে তুলে দেয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং অভিযুক্ত সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।