Ridge Bangla

সহজ সরল জীবনযাপনেই বিশ্বাসী আফরান নিশো

দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং ও নাটকের পরপরই এখন বড়পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সম্প্রতি তিনি অভিনীত ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমা দর্শকের মধ্যে যথেষ্ট প্রশংসা পেয়েছে। দর্শকরা তাকে নিয়মিত বড়পর্দায় দেখতে চাইছেন, তাই বর্তমানে সিনেমায় বেশি মনোযোগ দিচ্ছেন নিশো।

কিন্তু শুধু পর্দাতেই নয়, ভক্তদের কাছে তার সাধারণ জীবনযাপনও সমানভাবে প্রশংসিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অকপটে বলেন, “এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিট দূরে গিয়ে ঘাসের ওপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে খাল-বিলে যাই।”

বেশিরভাগ বড় তারকাদের আলাদা পরিবেশে চলাফেরা করতে হয় এবং সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়, কিন্তু নিশো এই ধারণার সঙ্গে একমত নন। তিনি জানান, “আমার কাছে এগুলো কুসংস্কার। আমি সিম্পল থাকি, এটা আমার স্টাইল। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে ভালো লাগে। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। যত যোগ্যতা বাড়বে আমি তত গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।”

এদিকে নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘আকা’ শিগগিরই দর্শকের জন্য মুক্তি পাবে। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই সিরিজের ট্রেলার ইতোমধ্যেই প্রকাশ হয়েছে, যা দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা আরও বাড়িয়েছে। সাধারণ জীবনযাপন ও পর্দার কাজ উভয় দিকেই সমানভাবে মনোযোগী এই অভিনেতা প্রমাণ করেছেন যে জনপ্রিয়তা ও সরল জীবন একসঙ্গে বজায় রাখা সম্ভব।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন