Ridge Bangla

সহকর্মীর সঙ্গে খুনসুটি, সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনায় পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি ছেলের জন্মদিনে জমকালো আয়োজন করে সবাইকে চমকে দেন তিনি। তবে পারিবারিক আয়োজনের পাশাপাশি পরীমনি তার দলবল নিয়ে সমুদ্রবিলাসেও যান। সেখানে সহকর্মী ও কস্টিউম ডিজাইনার গোলাম হোসেনকে নিয়ে আলাদা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন—“ঘোরাঘুরি।”

এরপর আবারও নতুন আলোচনার জন্ম দেন পরীমনি, যখন একই সহকর্মীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, পরীমনি গোলাম হোসেনের কাঁধে হাত রেখে আলিঙ্গনমূলক ভঙ্গিতে পোজ দিয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—“ভাই।”

ভিডিও প্রকাশের পর নেটিজেনরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কমেন্ট করেছেন, “এ কেমন ভাই?” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “গোলাম হোসেন কি ডুবে গেলেন পরীমনির জীবনে?” সামাজিক মাধ্যমের আলোচনায় পরীমনির এই অন্তরঙ্গ ভঙ্গি ও ‘ভাই’ সম্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে।

পরীমনি এর আগে এমন ঘটনার সঙ্গে পরিচিত। সম্প্রতি তিনি একই ব্যক্তি গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে একটি ভিডিও পোস্ট করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন “হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।” ওই ভিডিও ভাইরাল হয়ে শোরগোল তৈরি করেছিল। পরে পরীমনি জানান, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’।

অভিনেত্রীর এমন সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, যা তার ভক্ত ও নেটিজেনদের মধ্যে জল্পনা ও সমালোচনার জন্ম দেয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন