Ridge Bangla

সল্টের তান্ডবে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের রেকর্ড ৩০৪ রানের ম্যাচে উড়ে গেল দ. আফ্রিকা

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যে কোনো অঘটনের সম্ভাবনা। দর্শকদের চাহিদা, ব্যাটসম্যানরা প্রতিটি বলেই বাউন্ডারি হাঁকাবেন, আর ম্যাচে রানের ফোয়ারা বইবে। এমনই এক রানের টর্নেডো দেখা গেল ওল্ড ট্র্যাফোর্ডে। শুক্রবার তিনশ রানের সীমানা ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। ফিল সল্ট ও জস বাটলারের ব্যাটিং ঝড়ে ইংল্যান্ড ২০ ওভারে মাত্র ২ উইকেটে তোলে ৩০৪ রান। জবাবে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যায় ১৬.১ ওভারে ১৫৮ রানে।

ইংল্যান্ডের এই ৩০৪ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনশ ছাড়ানো তৃতীয় স্কোর। তবে আইসিসি পূর্ণ সদস্য দুই দেশের লড়াইয়ে এটিই প্রথম। পেছনে পড়ে গেছে বাংলাদেশের বিপক্ষে ভারতের ২৯৭ রানের ইনিংস। রেকর্ড গড়া এই ইনিংসে ইংলিশরা হাঁকায় ৩০টি বাউন্ডারি আর ১৮টি ছক্কা।

ওল্ড ট্র্যাফোর্ডের উইকেটে ব্যাট হাতে ঝড় তোলেন ফিল সল্ট ও জস বাটলার। ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬৪ রানের বিশাল জয় তুলে নেয়।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভুল করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারকান। ওপেনিং জুটিতে ইংল্যান্ড উড়িয়ে দেয় প্রোটিয়া বোলারদের। জস বাটলার ৮ চার ও ৭ ছক্কায় মাত্র ৩০ বলে ৮৭ রান করেন। অন্য ওপেনার ফিল সল্ট ১৫ চার ও ৮ ছক্কায় ৬০ বলে অপরাজিত ১৪১ রানে খেলেন। তাদের ব্যাটিংয়ে ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩০৪/২।

রান তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুটা ভালো করে। ৩.৩ ওভারে দলীয় পঞ্চাশ আসে। তবে দ্রুতই ফেরেন রায়ান রিকেলটন (১০ বলে ২০), লুয়ান-ড্রে প্রিটোরিয়াস এবং ডেওয়াল্ড ব্রেভিস। এরপর আদিল রশিদের বলে মার্করাম (১৯ বলে ৪১) আউট হলে বড় রানের আশা শেষ হয়।

শেষদিকে ডনোভান ফেরেইরা ১১ বলে ২৩, ট্রিস্টান স্টাবস ২৫ বলে ২৩ এবং ফোরটান ১৬ বলে ৩২ রান করেন। তবে পুরো ইনিংস শেষ হয় ২৩ বল আগেই।

সিরিজের নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার ট্রেন্ট ব্রিজে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ৩০৪/২ (সল্ট ১৪১*, বাটলার ৮৭, বেথেল ২৬, ব্রুক ৪১*; ফোরটান ২/৫২)
দক্ষিণ আফ্রিকা: ১৬.১ ওভারে ১৫৮ (মার্করাম ৪১, ফোরটান ৩২, স্টাবস ২৩; আর্চার ৩/২৫, কারান ২/১১, ডসন ২/৩৪, জ্যাকস ২/২)
ফল: ইংল্যান্ড ১৪৬ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যান অব দ্য ম্যাচ: ফিল সল্ট

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন