Ridge Bangla

সর্বস্তরের শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত হলো আজকের এইচএসসি পরীক্ষা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় সরকার আজ (২২ জুলাই) সারা দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সব সরকারি-বেসরকারি দপ্তর ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের স্মরণে ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

শোক দিবস পালনের মধ্যেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত বহাল ছিল কিছুক্ষণ পূর্বেও, যার ফলে ক্ষোভে ফেটে পড়েছিল শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার সময় পরিবর্তন করার দাবি জানিয়ে একে ‘অমানবিক’ সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছিল।

অবশেষে শিক্ষার্থীদের মানবিক দাবি মেনে নিয়েছে সরকার, যার ফলে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তার ফেসবুক আইডি থেকে দেওয়া আপডেট রিজ বাংলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

May be an image of 1 person and text that says 'Mahfuj Alam 6m Follow শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। -এডমিন'

আরো পড়ুন