বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার গঠনের মাত্র ১০ মাসের মধ্যেই দেশের ভেতরে এবং বাইরে অস্থিরতা ক্রমেই বাড়ছে। শনিবার (১৭ মে) রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “শুরু থেকেই বিএনপি এবং অন্যান্য গণতান্ত্রিক দল অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সেই আহ্বানে ইতিবাচক সাড়া না দিয়ে নানা কৌশলে বিষয়টি এড়িয়ে যাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, সরকার একটি “অভিনব কৌশল” গ্রহণ করে দেশকে ‘অল্প সংস্কার না বেশি সংস্কার’ বিতর্কে জড়িয়েছে, যার ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়ছে।
তারেক রহমান আরও বলেন, “সরকার জনগণের ভাষা ও চাহিদা বুঝতে পারছে না। যার ফলে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নামছে। জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই রাজনৈতিক অস্থিরতা যদি চলতেই থাকে এবং সরকার যদি জনগণের মনোভাব বোঝার চেষ্টা না করে, তাহলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”
তারেক রহমান দ্রুত রাজনৈতিক সমঝোতা ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান।