দৈনিক ১৩ ঘণ্টার কর্মপরিকল্পনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের ইতিহাসসমৃদ্ধ দেশ গ্রিস। বিক্ষোভকারীদের ডাকা ধর্মঘটে দেশটিতে যানবাহন ও নাগরিক সুবিধা ব্যাহত হয়ে পড়েছে।
বুধবার (১ অক্টোবর) গ্রিসে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ফলে রাজধানী জুড়ে ট্রেন, ফেরি এবং ট্যাক্সি চলাচল বন্ধ রয়েছে। সরকারি ও বেসরকারি খাতের শ্রমিকরা দেশের শ্রম আইন পরিবর্তনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়ায় সরকারি নাগরিক সেবার সুবিধাও স্থবির হয়ে পড়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, ২৪ ঘণ্টার ধর্মঘটের সময়কালে অ্যাথেন্সে কোনও ট্যাক্সি বা ট্রেন চলবে না, অন্যদিকে বাস এবং শহরের পাতাল রেল, ট্রাম এবং ট্রলি পরিষেবা সীমিত সময়সূচীতে চলবে। ধর্মঘটের ফলে স্কুল, আদালত, সরকারি হাসপাতাল এবং পৌরসভাসহ গ্রিস জুড়ে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। মধ্য অ্যাথেন্সে দুটি বৃহৎ প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করা হয়েছে। দেশের অন্যান্য শহরেও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।
সরকারের নতুন নিয়ম অনুসারে, ওভারটাইমসহ কাজের সময় সপ্তাহে ৪৮ ঘণ্টা সীমাবদ্ধ করা হবে, এবং বছরে সর্বোচ্চ ১৫০ ঘণ্টা ওভারটাইম অনুমোদিত হবে। শ্রমিক সংগঠনগুলো বলছে, নতুন নিয়ম শ্রমিকদের নিয়োগকর্তাদের দ্বারা শ্রম নির্যাতনের ঝুঁকিতে ফেলেছে।
গ্রিসে আইনত কর্মদিবস হয়ে থাকে আট ঘণ্টার। পাশাপাশি বাড়তি বেতন ওভারটাইম করারও বিধান রয়েছে।