Ridge Bangla

সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছে গার্ড অব অনার পেলেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং দ্বিপক্ষীয় আলোচনা করবেন। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন