আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, সরকারের কোনো পদে থেকে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তিনি বলেন, উপদেষ্টা হোন বা অন্য যেকোনো সরকারি দায়িত্বে থাকুন, পদে বহাল থেকে প্রচারণা চালানো কিংবা ভোটে অংশ নেওয়া দুটোরই সুযোগ নেই। ফলে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরাও এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
বুধবার (১০ ডিসেম্বর) কমিশনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্য পুরোপুরি প্রস্তুত। আসন বিন্যাস, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগসহ প্রায় ২০টি পরিপত্র জারির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, বিচারিক ম্যাজিস্ট্রেট, মনিটরিং সেল ও আইন–শৃঙ্খলা সেলের কাঠামো প্রস্তুত রয়েছে এবং তফসিল ঘোষণার পর ধাপে ধাপে এসব কার্যক্রম জারি করা হবে।
এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব ইসির নয়। তফসিল ঘোষণার পরই সকলের জন্য সমান সুযোগ তৈরির দায়িত্ব কমিশনের ওপর আসে। তিনি আরও জানান, পোস্টাল ব্যালট চূড়ান্ত করার সময় কোনো নিষিদ্ধ বা স্থগিত দলের প্রতীক যুক্ত করা হবে না। ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার বক্তব্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।