Ridge Bangla

সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, তদন্তে তিন সদস্য কমিটি

ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতেই এসব ওষুধ উদ্ধার হয়।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তারের বহনকৃত সরকারি গাড়ি (ঢাকা মেট্রো-ঠ ১৩৭৬৩৫) তল্লাশি করে ওষুধগুলো পাওয়া যায়। গাড়ির পেছনে ফেলে রাখা অবস্থায় থাকা ওষুধ দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। এ ঘটনায় গাড়িচালক মো. জয়নাল আবেদীনকে পুলিশ আটক করে।

এর আগে সার্কিট হাউজে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার। খামারিদের অভিযোগের ভিত্তিতে সভা শেষে গাড়ি তল্লাশি চালানো হয়।

প্রান্তিক খামারিরা অভিযোগ করে বলেন, সরকারি বরাদ্দকৃত ওষুধ সঠিকভাবে বিতরণ না করে অনেক সময় গোপন রাখা হয়। এতে খামারিরা বঞ্চিত হন এবং সরকারি অর্থও অপচয় হয়। তারা অভিযোগ করেন, অনেক কর্মকর্তা ওষুধ কোম্পানির সঙ্গে যোগসাজশ করে প্রান্তিক খামারিদের বঞ্চিত করেন।

এ ঘটনায় জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌসের নেতৃত্বে ওষুধগুলো জব্দ করা হয়। পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তা ডা. মৌসুমী আক্তারকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলার বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয় যুগ্ম সচিব জোবাইদুল কবিরকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সরকারি সম্পদ নষ্টের দায় কেউ এড়াতে পারবে না।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন