সরকার সরকারি কর্মচারীদের জন্য ব্যয়বহুল ও জটিল চিকিৎসার অনুদান আরও এক লাখ টাকা বৃদ্ধি করেছে। পূর্বে এ অনুদানের পরিমাণ ছিল দুই লাখ টাকা, যা এখন থেকে তিন লাখ টাকা হবে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের চিকিৎসা, দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া, যৌথবিমা এবং মাসিক কল্যাণভাতার বিভিন্ন অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
- সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।
- সরকারি কর্মচারীর মৃত্যু হলে দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
- কর্মচারীর পরিবারের কোনো সদস্য মারা গেলে দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
- যৌথবিমার এককালীন অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।
- মাসিক কল্যাণ ভাতা দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।
এভাবে চিকিৎসা ও কল্যাণভাতার আর্থিক সহায়তা বৃদ্ধির ফলে সরকারি কর্মচারী ও তাদের পরিবার আরও বেশি সুবিধা পাবেন।
এই পোস্টটি পাঠ হয়েছে: ৭