সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বয়সসীমায় বড় ধরনের পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স সংক্রান্ত নীতিমালায় সংশোধনী এনে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদন ইতোমধ্যে চলমান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর প্রকাশিত নীতিমালার ‘অনুচ্ছেদ-২’-এ থাকা বয়স নির্ধারণ অংশে পরিবর্তন আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তিতে বয়সসীমা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। ফলে আগে বয়সের সীমাবদ্ধতার কারণে যারা আবেদন করতে পারছিলেন না, তারা এখন আবেদন করতে পারবেন। তবে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত বয়সসীমা মাথায় রাখার অনুরোধ জানিয়েছে মাউশি। জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬+ থাকতে হবে। তবে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণে কিছু শর্ত রাখা হয়েছে—সর্বনিম্ন বয়স: ৫ বছর (জন্মতারিখ ১ জানুয়ারি ২০২১ বা এর আগে)। আর সর্বোচ্চ বয়স: ৭ বছর (জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ বা এর পরে)। বয়স প্রমাণে আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত অতিরিক্ত বয়স ছাড়ের সুযোগ রাখা হয়েছে।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনলাইনে চলছে। দেশের সব মহানগর, জেলা সদর ও উপজেলা সদরের বিদ্যালয়ে এ নীতিমালা প্রযোজ্য বলে জানিয়েছে মাউশি।