Ridge Bangla

সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপিকে ক্ষমার বিষয় বিবেচনায় ট্রাইব্যুনাল

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং অন্যান্য অভিযুক্তদের ভূমিকা সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার (১২ জুলাই) এই বিষয়ে ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) ‘চব্বিশের জুলাই-আগস্ট হত্যাযজ্ঞ’ মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন মামুন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমি স্বেচ্ছায় দোষ স্বীকার করছি। এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতে চাই এবং মামলায় রাজসাক্ষী হতে চাই।” তার লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, “আমি মামলার সঙ্গে সম্পর্কিত সকল পরিস্থিতির পূর্ণ ও সত্য তথ্য প্রকাশ করতে প্রস্তুত।”

আদালতের লিখিত আদেশে বলা হয়েছে, মামলায় সংঘটিত নৃশংসতা ও পরিকল্পিত অপরাধের সত্য উদ্ঘাটনে রাজসাক্ষীর স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে। তবে তার বক্তব্য যথাযথভাবে যাচাই-বাছাই করে এবং প্রমাণ সাপেক্ষে কোনো ধরনের ক্ষমার সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাইব্যুনাল আরও বলেছে, মামলার মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে ন্যায়বিচার নিশ্চিত করা। একজন সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তার স্বীকারোক্তি বিচার প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

আরো পড়ুন