রিজ বাংলা একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম, যা সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণকে তথ্য প্রদান ও সচেতন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সম্পাদকীয় নীতিমালা নির্ভুলতা, নৈতিকতা, নিরপেক্ষতা ও জনস্বার্থ রক্ষার মৌলিক নীতির ওপর প্রতিষ্ঠিত।
সত্যনিষ্ঠতা ও নির্ভুলতা
- তথ্যের সত্যতা: আমাদের প্রতিটি প্রতিবেদন তথ্যনির্ভর এবং নির্ভরযোগ্য উৎস থেকে যাচাইকৃত।
- ফ্যাক্ট-চেকিং: সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।
- সংশোধন: কোনো ভুল সংবাদ প্রকাশিত হলে পাঠকদের জন্য দ্রুত সংশোধনী প্রকাশ করা হবে এবং সংশোধনীর কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হবে।
- ক্লিকবেইট ও বিভ্রান্তিকর শিরোনাম নিষিদ্ধ: পাঠক আকর্ষণ করার জন্য ভুল বা অতিরঞ্জিত শিরোনাম ব্যবহার থেকে বিরত থাকবে রিজ বাংলা।
নিরপেক্ষতা ও ভারসাম্যপূর্ণ উপস্থাপনা
- পক্ষপাতহীনতা: পক্ষপাতহীন সংবাদ প্রকাশে রিজ বাংলা বদ্ধপরিকর।
- পূর্ণাঙ্গ খবর তুলে ধরা: বিতর্কিত নানা বিষয়ে উভয়পক্ষের মতামত প্রকাশ করা হবে, যাতে পাঠক পূর্ণাঙ্গ তথ্য পান।
- আবেগপ্রবণতা বর্জন: কোনো প্রতিবেদনে সাংবাদিকের ব্যক্তিগত মতামত বা পক্ষপাতমূলক ভাষা ব্যবহার থেকে আমরা বিরত থাকি।
জনস্বার্থ ও নৈতিক সাংবাদিকতা
- অগ্রাধিকারে জনকল্যাণ: আমাদের সংবাদ ও গবেষণা বাংলাদেশের জনগণের মাঝে জনসচেতনতা তৈরি এবং জনকল্যাণের প্রতি নিবেদিত থাকবে।
- সংবেদনশীলতা: দুর্ঘটনা, সহিংসতা, ধর্ষণ, শিশু বা সংখ্যালঘুদের বিষয়ে সংবাদ প্রকাশের সময় সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রাখা হবে।
মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা
- নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতা: সত্যের পক্ষে সদা অবিচল থাকবে রিজ বাংলা।
- দায়িত্বশীল স্বাধীনতা: মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও কারো ধর্ম, জাতি, লিঙ্গ বা সম্প্রদায়ের প্রতি অবমাননাকর কনটেন্ট থেকে বিরত থাকবে রিজ বাংলা।
পাঠকের মতামত ও দায়বদ্ধতা
- পাঠকের মতামত ও প্রতিক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা: আমরা পাঠকদের মতামত ও পর্যালোচনাকে গুরুত্ব দেব এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাব ইমেইলের মাধ্যমে।