Ridge Bangla

সমুদ্রের মাঝে নতুন করে নিজেকে খুঁজে পাই: ববি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি বর্তমানে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছেন। ব্যস্ততা থেকে একটু অবকাশ নিতে বোনদের সঙ্গে সময় কাটাতে দেশটিতে গিয়েছেন তিনি। সেখানে লাইট হাউস সমুদ্রসৈকতে নো-মেকআপ লুকে ধরা দিয়ে ভক্তদের মন জয় করেছেন এই গ্ল্যামারাস নায়িকা।

সামাজিকমাধ্যমে একের পর এক ছবিতে সমুদ্রের ধারে প্রাণবন্ত মেজাজে দেখা যাচ্ছে ববিকে। শুক্রবার (১১ জুলাই) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ঘুরতে দারুণ লাগছে। সমুদ্র এমনিতেই আমার খুব প্রিয়। সমুদ্রের মাঝে আমি সব সময় এক ধরনের প্রশান্তি খুঁজে পাই, নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ হয়।”

তিনি জানান, ছুটি শেষে দেশে ফিরেই আবার ব্যস্ত হয়ে পড়তে হবে সিনেমার কাজে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনের প্রস্তাবও পেয়েছেন তিনি। কিছুদিন পছন্দের জায়গাগুলো ঘুরে দেখার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

ববির পরিবার দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও সেখানেই স্থায়ী হওয়ার চিন্তা এখনো করেননি তিনি। বলেন, “পরিবার চায় আমি এখানেই স্থায়ী হই। কিন্তু দেশ আমার কাছে সবসময় প্রিয়। দেশের মায়া ছেড়ে কখনোই স্থায়ীভাবে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে হয়নি।”

চলচ্চিত্র, পরিবার ও নিজের জন্য সময় বের করে এখন ববি উপভোগ করছেন সমুদ্রের নীরবতা আর ঢেউয়ের গর্জনে ভরা প্রশান্তির মুহূর্ত।

আরো পড়ুন