ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুনতাহিনা চৌধুরী টয়া ভ্রমণপ্রেমী হিসেবে ভক্তদের কাছে বিশেষ পরিচিত। ব্যস্ত অভিনয় জীবনের ফাঁকে তিনি প্রায়ই ঘুরে বেড়ান দেশ-বিদেশে, আর সেসব মুহূর্ত ছবি ও ভিডিওর মাধ্যমে শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার ফিটনেস ও প্রাণবন্ত ব্যক্তিত্ব অনেকে অনুসরণ করেন অনুপ্রেরণা হিসেবে।
সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতে দেখা গেছে টয়ার এক ভিন্ন লুকে। নীল সমুদ্র আর নীল আকাশের মেলবন্ধনে হারিয়ে যাওয়া টয়ার সেই ছবি ইতিমধ্যেই ভক্তদের দৃষ্টি কেড়েছে। তার এমন রূপে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এর আগে তিনি শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে শেয়ার করেছিলেন ভ্রমণদিনের নানা মুহূর্ত।
ব্যক্তিগত জীবনেও টয়া সমান আলোচনায় থাকেন। তিনি অভিনেতা শাওনকে বিয়ে করেছেন। দুজনেই সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন নতুন গন্তব্যে। দাম্পত্য জীবনে যেমন আছেন সুখী, তেমনি পেশাগত জীবনেও সফলভাবে এগিয়ে চলেছেন তিনি।
টয়ার অভিনয়যাত্রা শুরু হয়েছিল লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০ প্রতিযোগিতা থেকে, যেখানে তিনি পঞ্চম স্থান অর্জন করেন। এরপর রুমানা রশিদ ঈশিতা পরিচালিত অদেখা মেঘের কাব্য নাটকের মাধ্যমে তার অভিনয়ের আনুষ্ঠানিক সূচনা হয়। তারপর থেকে অসংখ্য নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয় করে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি।
১৯৯১ সালের ২৪ এপ্রিল রাঙ্গামাটিতে জন্ম নেওয়া টয়া দুই বোনের মধ্যে ছোট। তার বাবা ব্যবসায়ী এবং মা একজন স্কুলশিক্ষিকা। শৈশব থেকেই নাচ, গান ও অভিনয়ের প্রতি আগ্রহী টয়া আজ বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী হিসেবে।