Ridge Bangla

সমাবেশে বিশৃঙ্খলার অভিযোগে থালাপতি বিজয় ও দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা

দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় সম্প্রতি বিতর্কের মুখে পড়েছেন। মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর আয়োজিত সমাবেশে ঘটে যাওয়া এক ঘটনায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২১ আগস্ট হাজারো মানুষের ভিড়ে বিজয়ের সমাবেশ চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সমাবেশে উপস্থিত কয়েকজন উৎসাহী সমর্থক র‍্যাম্পে ওঠার চেষ্টা করলে তাদের বিজয়ের দেহরক্ষীরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এসময় র্যাম্পটি প্রায় সাত ফুট উঁচু ছিল।

শরৎ কুমার নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, বিজয়কে ঘিরে থাকা বাউন্সাররা তাকে মারধর করে র্যাম্প থেকে ফেলে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) ভারতীয় পুলিশ বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) ও ১১৫(আই) ধারায় মামলা দায়ের করেছে।

রাজনৈতিক অঙ্গনে প্রবেশের পর থেকেই আলোচনায় রয়েছেন থালাপতি বিজয়। সমাবেশে তিনি ক্ষমতাসীন বিজেপিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানান। এছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। তিনি আরও ঘোষণা করেন, আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে একাই লড়াই করবে।

এ ঘটনায় সমর্থক ও রাজনৈতিক বিশ্লেষকরা দু’পক্ষের কার্যকলাপ নিয়ে বিভ্রান্তি প্রকাশ করছেন, তবে মামলা দায়ের হওয়ায় বিজয়কে এখন আইনি বাধার মুখোমুখি হতে হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন