Ridge Bangla

সব প্রস্তাবে ঐকমত্য চাপিয়ে দেওয়া ঠিক নয়: সালাহউদ্দিন আহমেদ

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি গঠন এবং সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি এখনো পূর্ণ ঐকমত্যে পৌঁছায়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “সব বিষয়ে জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া উচিত নয়।” তিনি জানান, বিএনপি ‘জুলাই সনদ’ প্রক্রিয়ায় সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে এসেছে। সংবিধানের মূলনীতি, ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, সংসদের স্থায়ী কমিটি নিয়ে ইতিমধ্যে দলটি ঐকমত্যে পৌঁছেছে। তবে তিনি উল্লেখ করেন, “যদি সব কিছুর ওপরেই একমত হতে হয়, তাহলে আলোচনার দরকার কী? যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হবে, সেগুলোর ভিত্তিতেই চূড়ান্ত সনদ হবে।”

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে বিএনপি উচ্চকক্ষের পক্ষে রয়েছে। তারা উচ্চকক্ষে ১০০টি আসন এবং দুই কক্ষেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাবে একমত। তবে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। দলটি চাইছে, উচ্চকক্ষের আসন নির্ধারণ হোক নিম্নকক্ষের প্রতিনিধিত্বের ভিত্তিতে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের স্বার্থে যদি আরও গ্রহণযোগ্য বা যৌক্তিক প্রস্তাব আসে, আমরা অবশ্যই তা বিবেচনা করব। তবে এখন পর্যন্ত তেমন কিছু সামনে আসেনি।” তিনি জোর দিয়ে বলেন, “আলোচনার মাধ্যমেই সমাধান আসা উচিত। কিন্তু তাতে জোর করে সব কিছু চাপিয়ে দেওয়ার প্রবণতা চলতে থাকলে তা গ্রহণযোগ্য হবে না।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন