চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (৯ আগস্ট) নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, আবদুর রহমান, মুমিনুল হক ও এস এম কায়সার উপস্থিত ছিলেন।
বক্তব্যে মেয়র শাহাদাত জানান, নগরের প্রতিটি ওয়ার্ডে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্য ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। চসিকের অর্থায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও এই উদ্যোগে যুক্ত রয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত—তাই গাছ রোপণ কেবল সৌন্দর্য বাড়ায় না, বরং ভূমিক্ষয়, বন্যা ও ভূমিধস প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, নগরের আশপাশের বনভূমি, পাহাড়ি এলাকা এবং নদী-সমুদ্র তীরবর্তী অঞ্চলে গাছ রোপণ করলে পরিবেশ সুরক্ষা ও বাসযোগ্যতা দুটোই বৃদ্ধি পাবে। গাছ শহরের জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে এবং চট্টগ্রামকে আরও সবুজ, নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে ভূমিকা রাখে।
মেয়র বন উজাড়, পাহাড় কাটা ও নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি উদাহরণ টেনে বলেন, কানাডার টরন্টো শহরে অনুমতি ছাড়া গাছ কাটলে ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। আমাদের দেশেও এমন কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন, যাতে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধ করা যায়।