Ridge Bangla

সবাই ঐক্যবদ্ধ হলে যেকোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব: প্রধান উপদেষ্টা

সবাই মিলে ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ভিডিও বার্তায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, জাতি হিসেবে উন্নতির জন্য ঐক্য সবচেয়ে জরুরি। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ গড়ার যে যাত্রা শুরু হয়েছে, তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পূজার সময়ে কেউ যেন নাশকতা বা অরাজকতার চেষ্টা না করে, সে জন্য সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল সচেষ্ট রয়েছে। দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহমর্মিতা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করবে এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৬৪

আরো পড়ুন