Ridge Bangla

সবজির সঙ্গে বেড়েছে ডিমের দাম, কমেছে কাঁচামরিচের দর

নিত্যপণ্যের লাগামহীন দামে ভোক্তাদের হাঁসফাঁস অবস্থা। রাজধানীর বাজারগুলোতে সবজি, ডিম, মাছ ও মাংসের দাম স্থিতিশীল না থাকায় সাধারণ ক্রেতারা দিশেহারা। সবজির পাশাপাশি বেড়েছে ডিমের দামও, যদিও কাঁচামরিচের দরে কিছুটা স্বস্তি মিলেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া, সূত্রাপুর, শ্যামবাজার ও নিউমার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ৬০ টাকার উপরে। ফার্মের ডিমের ডজনের দাম বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৩০–১৩৫ টাকা।

সবজির বাজারেও আগুন। পটোল কেজিপ্রতি ৮০–৯০, কাঁকরোল ৯০–১০০, ঢ্যাঁড়স ৭০–৮০, করলা ১০০–১২০, ঝিঙা ৮০–৯০ ও ধুন্দল ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুনের কেজি ৮০–১০০ এবং গোল বেগুনের দাম পৌঁছেছে ১৪০–১৬০ টাকায়। তবে টমেটো ও শসার দাম কিছুটা কমে যথাক্রমে ১০০–১৩০ ও ৫০–৬০ টাকায় নেমেছে। অপেক্ষাকৃত সস্তা সবজির মধ্যে রয়েছে কাঁচা পেঁপে ও আলু, প্রতি কেজি ২৫–৩০ টাকায় বিক্রি হচ্ছে।

শ্যামবাজারের ব্যবসায়ী শহিদ জানান, টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে কাঁচামরিচের দাম গত দুই সপ্তাহে কমে ১২০–১৬০ টাকায় নেমে এসেছে, যা আগে ছিল ৩০০ টাকার কাছাকাছি। মাছ, মাংস ও মুরগির দরে তেমন পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬৫–১৭০, সোনালি ২৬০–২৮০, গরুর মাংস ৭৫০–৮০০ এবং খাসির মাংস ১,১০০–১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই, কাতলা, চিংড়ি ও কই মাছের দামও আগের অবস্থায় রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন