Ridge Bangla

সফলতার গল্প শেয়ার করলেন রুনা খান

অভিনেত্রী রুনা খান দীর্ঘদিন ধরে অভিনয় ও ফ্যাশন জগতের অংশ হিসেবে সক্রিয়। পর্দায় চরিত্রকে প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলা এবং স্পষ্ট ভাষায় কথা বলায় তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। তবে দীর্ঘ সময় ধরে কিছু উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনারও শিকার হয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান জানিয়েছেন, নিজের নৈতিকতা বজায় রেখেই তিনি সফল হয়েছেন। তিনি বলেন, “২০০৫ থেকে ২০২৫, বিশ বছর ধরে একজন পেশাদার মডেল-অভিনেত্রী হিসেবে কাজ করেছি। দীর্ঘ সময়ে যেসব কাজের প্রস্তাব পেয়েছি, শুধুই যেগুলো ভালো লেগেছে সেগুলো করেছি। অন্যদিকে অধিকাংশ নারী সহকর্মীর ক্যারিয়ার গড়ে উঠেছে ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে পরিচালকের সঙ্গে প্রেম, বিয়ে বা পরকীয়া। সম্পর্ক যত দিন টিকে, তত দিন তারা কাজ পান; সম্পর্ক শেষ হলে আর দেখা মেলে না।”

রুনা আরও বলেন, “পোশাকের কারণে আমার সমালোচনা হয়। কিন্তু শালীনতা-অশালীনতা কর্মে। পর্দার পোশাকে কেউ কিছু দেখালেই তা শালীনতা নয়। বোরকা হোক বা সুইমস্যুট, যা ভালো লাগবে তা পরা উচিত। সমাজের দৃষ্টিভঙ্গি শুধু আমার কারণে নয়; বহু অভিনেত্রী ব্যক্তিগত জীবনে নানা চর্চা করেও পর্দায় শালীন দেখানোর চেষ্টা করেন। আমি প্রেম বা পরকীয়া ছাড়া যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছি। তাই আমার পোশাক নিয়ে তৈরি বিতর্কের কোনো মানে নেই।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন