Ridge Bangla

সপ্তাহব্যাপী যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ৩২৮

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এক সপ্তাহব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৩২৮ জনকে আটক করা হয়েছে। ১০ থেকে ১৭ জুলাই পর্যন্ত এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য এবং অন্যান্য অবৈধ সামগ্রী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সন্ত্রাসী, মাদক কারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, চোরাকারবারি ও দখলদাররা। তাদের মধ্যে অনেকে ডাকাত দলের সদস্য বলেও নিশ্চিত করা হয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রীর মাঝে রয়েছে ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড গুলি, ১৬টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, এবং মোবাইল ফোন ও নগদ অর্থ।

আইএসপিআর জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনী একত্রে অংশ নেয়। রাজধানীসহ দেশব্যাপী এই অভিযানের উদ্দেশ্য ছিল জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ রোধ এবং শান্তিপূর্ণ ব্যবসা পরিবেশ বজায় রাখা।

আইএসপিআর আরও জানায়, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন