Ridge Bangla

সপ্তাহব্যাপী অভিযানে দেশজুড়ে আটক ৩৪৫

রাজধানী ঢাকা সহ সারা দেশে যৌথভাবে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩৪৫ জনকে আটক করা হয়েছে। আটককালে তাঁদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেলসহ বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এ লক্ষ্যে ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায়।

অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত দলের সদস্য, অবৈধ বালু উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯ হাজার ১৩৯ রাউন্ড গোলাবারুদ, ৯টি ককটেল, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র, চোরাই মালামাল, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে অবৈধ দখল উচ্ছেদ, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সন্দেহজনক কোনো গতিবিধি দেখা দিলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

আরো পড়ুন