ওপার বাংলার প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়-কে ঘনিষ্ঠ সময়ে একসঙ্গে দেখা যাওয়ায় টলিপাড়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উদযাপনের সময় তাদের সঙ্গে থাকা মুহূর্তগুলো নেটিজেনদের চোখে পড়েছে।
সৃজিত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। ছবি থেকে বোঝা যাচ্ছে, পূজা মণ্ডপে এ জুটি একে-অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি ছড়াচ্ছেন। সৃজিতের পাঞ্জাবি এবং সুস্মিতার শাড়ি–ম্যাচিং লুকও নজর কেড়েছে। ছবিগুলোতে সুস্মিতার কিছু ছবি তুলে দিয়েই ক্যাপশনে সৃজিত লিখেছেন, “শুভ সপ্তমী।”
নেটিজেনরা ইতিমধ্যেই এসব ছবি নিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ খুশি, কেউ আবার কৌতূহলী। তাদের মধ্যে অনেকেই ধারণা করছেন, পরিচালক আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে সৃজিত মুখার্জি বা সুস্মিতা চট্টোপাধ্যায় কেউ বিষয়টি নিয়ে খোলামেলা মন্তব্য করেননি।
সৃজিত–সুস্মিতার এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো শারদীয় উৎসবের সঙ্গে যুক্ত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে উঠেছে। ছবি ও প্রকাশিত মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, দর্শকরা তাদের সম্পর্কের বিষয়ে কৌতূহলী, তবে নিশ্চিত তথ্য এখনো অজানা।
উল্লেখ্য, সৃজিত মুখার্জি এবং সুস্মিতা চট্টোপাধ্যায়–এর পূর্বের কর্মকাণ্ডও মাঝে মাঝে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকত। তবে নতুন এই ছবির প্রকাশ শারদীয় উৎসবের আনন্দের সঙ্গে ভক্তদের নজর কাড়ছে।