সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-১২ আসনের বিএনপি নেতাকর্মীরা। রোববার (১৩ জুলাই) মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড় থেকে শুরু হয়ে সাত রাস্তা, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, ফার্মগেট হয়ে কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল আলম নীরব বলেন, “এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। আমরা বিগত ১৭ বছর হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করব।”
তিনি আরও বলেন, “যখন দেশের মানুষ নির্বাচনমুখী, তখন একটি চক্র চক্রান্ত ও হামলা চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। মিটফোর্ড হত্যাকাণ্ড সেই চক্রান্তেরই অংশ। আমরা বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে এই চক্রান্ত নস্যাৎ করব।”
বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, আবু সুফিয়ান দুলাল, আবুল মনসুর খান দীপক, মোহাম্মদ আলী, নাজমুল হক মাসুম, হুমায়ুন কবির, ভিপি সোলায়মান, সাখাওয়াত হোসেন সৈকত, মনিরুজ্জামান মনির, কাজী ইলিয়াস, সালামত খান সজিব, আব্দুল বাসেত ও মো. মশিউর রহমান সোহান প্রমুখ।