কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে কেন্দ্র করে নানা বিতর্ক ও অভিযোগে আলোচনায় ছিলেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, পরিচিত হিরো আলম। সম্প্রতি তিনি নতুন একটি অভিযোগ করেন, যেখানে বলেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে তার প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।
এই ব্যক্তিগত সমস্যার কারণে মানসিকভাবে গভীর আঘাত পেয়ে হিরো আলম আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে ফেসবুকে লাইভে এসে তিনি জানান, তিনি সত্যিই জীবনের ইতি টানবেন এবং নিজের সংসারে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, রিয়া মনির ভালোবাসা ছিল মিথ্যে, যা তিনি মেনে নিতে পারেননি। তিনি জানান, তিন সন্তান এতিম হলে তার দায়িত্ব রিয়া মনির উপর থাকবে এবং অভিযোগ করেন, রিয়া তার জীবনকে ধ্বংস করে দিয়েছে।
তবে সন্তানদের আন্তরিক অনুরোধ ও উৎসাহে হিরো আলম আত্মহত্যার পরিকল্পনা থেকে সরে আসেন। মঙ্গলবার (১২ আগস্ট) তিনি তার ফেসবুক লাইভে এসে সন্তানদের নিয়ে কথা বলেন এবং সবাইকে ধৈর্য ধরতে বলেন।
এদিকে, হিরো আলমের এই মানসিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার পাশে থাকার কথা জানিয়েছেন। পরিবারের সদস্যরা তার মানসিক সুস্থতার জন্য চিকিৎসা ও সমর্থনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। এ ঘটনা আবারও তুলে ধরেছে ব্যক্তিগত জীবনের চাপ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার গুরুত্ব।