Ridge Bangla

সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটতে পারে: মির্জা ফখরুল

সতর্ক না থাকলে দেশে আরেকটি এক-এগারোর পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সকলেরই ঐক্যবদ্ধ ও সচেতন থাকা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “খুব সতর্ক থাকতে হবে। কিছু ঘটনা ঘটছে, যার আলামত মোটেও ভালো না। আমরা যদি ঐক্যবদ্ধ না হই এবং সতর্ক না থাকি, তাহলে আরেকটি এক-এগারো ঘটতে সময় লাগবে না।”

তিনি ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। ফখরুল বলেন, “নির্বাচনে আর দেরি করা ঠিক হবে না। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মর্যাদা ক্ষুণ্ন হতে পারে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “জুলাইয়ের স্পিরিট থেকে দেশ সরে গেছে। এখন ঐক্যের জন্য নয়, আমরা নিজেদের জন্য লড়ছি। তরুণরা এখন চাঁদার জন্য চিঠি দিচ্ছে।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সবসময়ই সংস্কার চায়। কিন্তু সংস্কার সংক্ষেপে করার পরিবর্তে সরকার অলীক ধারণা সামনে আনছে, যেমন, পিআর। দেশের সাধারণ মানুষ এসব বোঝেই না।”

তিনি অভিযোগ করে বলেন, “এই দেশে একটি মহল আছে যারা গণতন্ত্র চায় না। তাদের মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।”

আরো পড়ুন