Ridge Bangla

সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয়ের স্বপ্নে শ্রুতি হাসান

টানা ব্লকবাস্টার তিন ছবি—‘ভীরা সিমহা রেড্ডি’, ‘ওয়ালটেয়ার ভীরাইয়া’ এবং ‘সালার: পার্ট ১’—এর পর দুর্দান্ত ফর্মে রয়েছেন শ্রুতি হাসান। ক্যারিয়ারের কঠিন সময় পেরিয়ে তিনি এখন রূপালি পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

আসছে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে লোকেশ কানাগারাজ পরিচালিত মাল্টিস্টারার ছবি ‘কুলি’, যেখানে শ্রুতির অভিনয় নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে দারুণ প্রত্যাশা তৈরি হয়েছে। শ্রুতি নিজেই জানিয়েছেন, ‘কুলি’-তে তার চরিত্রটি হতে যাচ্ছে ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং পারফরম্যান্স।

তবে অভিনয়ের পাশাপাশি বহুদিনের একটি স্বপ্ন পূরণ করতে চান তিনি—একজন সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, “আমি সবসময় চাই একজন সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয় করতে। কারণ সংগীত আমার শিকড়ে মিশে আছে। গায়িকা ও সুরকার হিসেবে আমি সংগীতের ভেতরেই বড় হয়েছি।”

অভিনয়ে তার যাত্রা শুরু হয়েছিল বাবা কামাল হাসানের সঙ্গে ‘ঈনাদু’ ছবিতে। তবে শ্রুতির মতে, সংগীত তার শিল্পীজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আর তাই বড় পর্দায় একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করতে পারা তার জন্য হবে এক নতুন পূর্ণতার অভিজ্ঞতা।

‘কুলি’-র সাফল্যের অপেক্ষায় থাকা ভক্তদের জন্য শ্রুতির এই নতুন পরিকল্পনা নিঃসন্দেহে আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন