Ridge Bangla

সখীপুরে নারীকে গাছে বেঁধে মারধর, যুবকসহ তিনজন গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবি করায় এক নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন অভিযুক্ত যুবক আবদুর রশিদ (২১), তাঁর বাবা আব্বাস আলী (৫০) ও মা চন্দ্রা ভানু (৪৫)। শনিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে রশিদ ও ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস আগে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হলেও সম্প্রতি রশিদ সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন।

এরপর বৃহস্পতিবার সকালে স্বামীর স্বীকৃতির দাবিতে রশিদের বাড়িতে অনশনে বসেন ওই নারী। দুপুরে রশিদ ও তাঁর পরিবারের লোকজন তাঁকে গাছে বেঁধে মারধর করেন। ঘটনাটি ভিডিও আকারে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, মামলা হওয়ার পরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতেও অভিযান চলমান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন