Ridge Bangla

সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়ায় বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে বলেও তিনি দাবি করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঘটানো হবে। বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়াই হবে বিএনপির লক্ষ্য।

তিনি বলেন, বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন করেছে। দলকে ধ্বংস করার নানা ষড়যন্ত্র হলেও বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার ঘুরে দাঁড়িয়েছে। নির্বাসনে থেকেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছর আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশে এক ধরনের ভয়াবহ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। উদ্দেশ্য ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। এজন্য প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার মানুষকে হত্যা এবং এক হাজার ৭০০ জনকে গুম করা হয়। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে এবং ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। এখন সামনে বড় চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন। এ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটিই এখন প্রধান দায়িত্ব।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন