সংস্কার নয়, বরং শুধু দ্রুত নির্বাচন চাইছে কিছু রাজনৈতিক দল—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “তাদের কাছে রাষ্ট্র সংস্কার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। দেশের ভবিষ্যৎ বদলের চিন্তা যদি কেউ না করে, তবে যারা জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, তাদের ওপর দায় বর্তায়। ঝড়-বৃষ্টি যা-ই হোক, আমরা রাজপথ ছাড়ব না।”
ঢাকায় সাম্প্রতিক এক ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “চাঁদাবাজি, দখলবাজির কারণে ব্যবসায়ীদের জীবন আজ বিপন্ন। পাথর মেরে মানুষ হত্যা করা হচ্ছে। আমরা এসব বর্বর ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। দীর্ঘ ১৬ বছর তারা গুম, খুন, ভোটাধিকার হরণসহ নানা অনিয়ম চালিয়েছে। বারবার ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে। এসবের প্রতিবাদেই মানুষ রাজপথে নেমেছে।”
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, পুরনো ব্যবস্থায় ফিরলে চলবে না, রাষ্ট্রে মৌলিক সংস্কার আনতে হবে। বৈষম্য দূর করা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই ছিল আমাদের আন্দোলনের মূল দাবি।”
তিনি আরও বলেন, “বর্তমানে যে সরকার ক্ষমতায় এসেছে, তা জনগণের আন্দোলনের ফল। আমাদের দায়িত্ব সেই সরকারকে সহযোগিতা করা, যাতে রাষ্ট্র নতুনভাবে গড়ে ওঠে।”