ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবনার প্রায় ৯৯ শতাংশই বিএনপি আগে থেকেই জাতির সামনে উপস্থাপন করেছিল। তিনি বলেন, “জবাবদিহি নিশ্চিত করতে সর্বত্র গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রিফর্ম নিয়ে যা আলোচনা হচ্ছে, তার ৯৯ ভাগই বিএনপি প্রায় আড়াই বছর আগে ৩১ দফা প্রস্তাবের মাধ্যমে উপস্থাপন করেছিল।”
শনিবার ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ড্যাবের জাতীয় কাউন্সিল-২০২৫ এ ভার্চুয়াল ভাষণে তারেক রহমান আরও বলেন, বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজপথে আন্দোলন করে স্বৈরাচার মোকাবিলা করেছে এবং সেই সহযোগিতায় ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল।
তিনি জানান, ৩১ দফার বাস্তবায়নে বিশেষ করে স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য চিকিৎসকদের সহায়তা প্রয়োজন। শুধু সরকার বা রাজনৈতিক নেতৃত্ব নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। যুক্তরাজ্যের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে জবাবদিহি থাকায় মানুষ সেবা পাচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনও এমন সুষ্ঠু জবাবদিহির অভাব রয়েছে।
দেশের মানুষের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, “দেশ আমাদের সবার, একসঙ্গে কাজ করলে অনেক দূর এগিয়ে যেতে পারব। গত বছর আগস্টে মানুষ একটি বড় পরিবর্তনের শ্বাস নিতে পেরেছে, তবে তারা আরও ভালো দিনের আশায় আছে। বিএনপির প্রতি তাদের বিশ্বাস রয়েছে, তারা উন্নত পরিবর্তন প্রত্যাশা করে।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ড্যাবের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণও অনুষ্ঠিত হয়।