Ridge Bangla

সংসার ভাঙছে তাহসান-রোজার

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান গেল বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। জানা যায়, গত কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকছেন। অবশেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন তাহসান খান নিজেই।

জনপ্রিয় শিল্পী তাহসান খান একটি দেশের গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবনের চলমান সংকটের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের জুলাইয়ের শেষ দিক থেকেই তিনি ও তাঁর স্ত্রী আলাদা থাকছেন। তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না বলে উল্লেখ করেন তাহসান। উপযুক্ত সময় এলে তিনি সবকিছু স্পষ্ট করবেন বলেও জানান। আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে তিনি অনাগ্রহী।

তাহসান বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।”

তাহসান খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় আলোচনার সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তিনি পেশাদার মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন। রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৭ সালে, যদিও তার দুই বছর আগেই তাঁরা আলাদা হয়ে যান। ওই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে, যার নাম আইরা তাহরিম খান।

This post was viewed: 9

আরো পড়ুন