যৌনতা উস্কানিমূলক গান ও খোলামেলা পরিবেশনার জন্য সমালোচিত মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টার এবার নিজেকে এক নতুন রূপে উপস্থাপন করলেন। শনিবার রাতে লন্ডনের হাইড পার্কে অনুষ্ঠিত বিটিএস উৎসবে প্রায় ৬৫ হাজার দর্শকের সামনে পারফর্ম করেন তিনি। তবে এবার তার পরিবেশনায় ছিল সংযম, পরিমিতিবোধ ও পরিবারবান্ধব মেজাজ।
২৬ বছর বয়সী সাবরিনা তার চিরচেনা মিষ্টি কণ্ঠে ‘জুনো’সহ জনপ্রিয় সব হিট ট্র্যাক মিলিয়ে ১৭টি গান পরিবেশন করেন। প্রাণবন্ত পারফরম্যান্সে দর্শকদের মাতালেও আগের মতো উগ্রতা বা বিতর্কিত ভঙ্গি ছিল অনুপস্থিত। মঞ্চ থেকে তিনি বারবার হাসিমুখে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “লন্ডন কত মজার শহর!”
পারফরম্যান্সের একপর্যায়ে একটি ক্রেনে উঠে তিনি দর্শকদের ওপর দিয়ে ঘুরে যান, যাতে সবাই কাছ থেকে ছবি তুলতে পারেন। সেই দৃশ্য অনেকটাই ছিল কোনো সিনেমার মতো আবেগময়।
সাবরিনার গান মূলত তরুণদের নিয়ে — বিচ্ছেদ, প্রেম আর ক্ষোভের গল্পে। তবে এই পারফরম্যান্সে তার অন্য এক দিক দেখেছেন অনেকে। বিশেষ করে মার্চের ব্রিট অ্যাওয়ার্ডস-এ তার সাহসী পরিবেশনা এবং সদ্য প্রকাশিত অ্যালবামের বিতর্কিত প্রচ্ছদের পর লন্ডনের এই রাতটিকে অনেকেই দেখছেন এক ধরনের পরিশীলিত জবাব হিসেবে।
পেনসিলভানিয়া থেকে উঠে আসা সাবরিনার ক্যারিয়ার শুরু হয়েছিল মাত্র ১০ বছর বয়সে ইউটিউবে গান গেয়ে। ১১ বছর বয়সে মাইলি সাইরাসের বিকল্প খোঁজার প্রতিযোগিতায় তৃতীয় হন। এরপর ডিজনির জনপ্রিয় সিরিজ Girl Meets World–এর মাধ্যমে আলোচনায় আসেন। ২০১৪ সালে প্রথম অ্যালবাম প্রকাশের পর এখন পর্যন্ত তার ছয়টি অ্যালবাম বের হয়েছে।
২০২৪ সালে তার গান Espresso টানা ২০ সপ্তাহ যুক্তরাজ্যের টপ চার্টে থেকে ৭১ বছরের রেকর্ড ভেঙেছে। লন্ডনের সেই মঞ্চেই সাবরিনা বলেন, “আমি নিজেকে আজ খুবই ভাগ্যবান মনে করছি। মনে হচ্ছে এত দিনের অপেক্ষা যেন এই রাতটার জন্যই ছিল।”