১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে চারটি মূলনীতি রয়েছে, সেগুলো বাতিলের দাবিতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, তারা মুজিববাদী মূলনীতিকে সমর্থন করেন না এবং এই চারটি মূলনীতি বাদ দেওয়ার পক্ষে।
জাবেদ রাসিন বলেন, “আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, বাহাত্তরের সংবিধানে যে মুজিববাদী চারটি মূলনীতি রয়েছে, সেগুলো আমরা মানি না। এই মূলনীতি বাদ দিতে হবে। সংবিধানে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার’ এবং গণতন্ত্র—এই চারটি মিলিয়ে একটি নতুন কাঠামো গঠনের প্রস্তাব এসেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে ঐকমত্যে পৌঁছানো যায়নি।”
তিনি আরও বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের যে চেতনা, সেই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিকভাবে কোনো প্রস্তাব আমরা মানি না। তাই আমরা বলেছি, ১৯৭২ সালের চার মূলনীতি বাদ দিয়েই নতুন নীতিমালা গঠন করতে হবে।”
এনসিপির পক্ষ থেকে বলা হয়, বর্তমান বাস্তবতা ও জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো এ বিষয়ে কোন ঐক্যমত্য গড়ে ওঠেনি।
এর আগে, চলতি বছরের ১৫ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের কাছে একটি প্রস্তাবনা জমা দেয় এনসিপি। সেখানে তারা রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাতিল করার সুপারিশ করে এবং গণতন্ত্র বজায় রেখে নতুন চারটি নীতির প্রস্তাব দেয়। এই প্রস্তাব ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।