ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভুয়া ভিডিও ও ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে। পাকিস্তানে হামলার দৃশ্য হিসেবে ইন্টারনেট থেকে সংগৃহীত বিভ্রান্তিকর কিছু ভিডিও প্রচারের বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ।
ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে যখন বলিউডের অনেক তারকা সরকারের পক্ষ নিয়েছেন, তখন সোনাক্ষী ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি সংবাদমাধ্যমগুলোর নাটকীয় উপস্থাপনার সমালোচনা করে একে “সার্কাস” বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সোনাক্ষী লেখেন—
“অতিরঞ্জিত দৃশ্য, উচ্চস্বরে চিৎকার আর নাটকীয়তা—সব দেখে আমি ক্লান্ত। আপনারা আসলে কী করছেন? অনুরোধ করছি, তথ্য বিকৃত না করে কেবল নিজের দায়িত্ব পালন করুন। যুদ্ধের খবরকে সেনসেশনাল বানিয়ে আতঙ্ক ছড়াবেন না। সংবাদের নামে আবর্জনা ছড়ানো বন্ধ করুন।”
এই বক্তব্য প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের ধারণা, সেনাবাহিনীর গোপন তৎপরতা ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই সোনাক্ষীর এমন মন্তব্য এসেছে। কারণ, শুক্রবার সকালেই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সেনাবাহিনীর গতিবিধি সরাসরি সম্প্রচার না করার নির্দেশ দেয়।
সোনাক্ষীর বক্তব্য ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার সাহসিক অবস্থানের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, এমন উত্তেজনাকর পরিস্থিতিতে তার বক্তব্য বিতর্কিত হতে পারে।
সংবাদের নামে আবর্জনা প্রচার বন্ধ করুন: সোনাক্ষী সিনহা
বিনোদন ডেস্ক
ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভুয়া ভিডিও ও ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে। পাকিস্তানে হামলার দৃশ্য হিসেবে ইন্টারনেট থেকে সংগৃহীত বিভ্রান্তিকর কিছু ভিডিও প্রচারের বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ।
ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে যখন বলিউডের অনেক তারকা সরকারের পক্ষ নিয়েছেন, তখন সোনাক্ষী ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি সংবাদমাধ্যমগুলোর নাটকীয় উপস্থাপনার সমালোচনা করে একে “সার্কাস” বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সোনাক্ষী লেখেন—
এই বক্তব্য প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের ধারণা, সেনাবাহিনীর গোপন তৎপরতা ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই সোনাক্ষীর এমন মন্তব্য এসেছে। কারণ, শুক্রবার সকালেই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সেনাবাহিনীর গতিবিধি সরাসরি সম্প্রচার না করার নির্দেশ দেয়।
সোনাক্ষীর বক্তব্য ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার সাহসিক অবস্থানের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, এমন উত্তেজনাকর পরিস্থিতিতে তার বক্তব্য বিতর্কিত হতে পারে।
আরো পড়ুন
ভোটের মাঠে থাকছে এক লাখ সেনা ও দেড় লাখ পুলিশ সদস্য: ইসি সচিব
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয়: নির্বাচন কমিশনার
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ১০০ কোটি ডলারের বেশি ক্ষতির আশঙ্কা
নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭ জন ফিলিস্তিনি
অশ্লীল শব্দ ব্যবহার করে মাদুরোর সমালোচনা করলেন ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরও হতাশ ইউক্রেন
আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যুক্ত হবেন, আশা করছেন ট্রাম্প
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো মরক্কো
ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত
স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ আজ